স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি
সরকার লকডাউনের উপর নির্ভরশীল হতে চায় না কিন্তু বাধ্য হয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (২৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার এ সংক্রমণকে রোধ করার জন্য একমাত্র পন্থা হলো লকডাউন, যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে। বিশ্বের সকল দেশই লকডাউন দিয়েই করোনাকে নিয়ন্ত্রণ করেছে।
তিনি বলেন, সারাদেশে কঠোর লকডাউন দেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন কয়েকদিন ধরে দেশে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। গতকালও ১০৮ জন মৃত্যুবরণ করেছেন। সংক্রমণের হারও প্রায় ২২ শতাংশের কাছে চলে গেছে।
জাহিদ মালেক বলেন, লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয় কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করতে লকডাউন দিতে হচ্ছে।
দেশব্যাপী করোনার উচ্চ সংক্রমণে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশের প্রায় প্রত্যেকটি জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজশাহী ও খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে। পাশাপাশি বিভাগ, জেলা এবং ঢাকা শহরেও সংক্রমণ বাড়ছে।