দুই জেলায় মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু

১৯ জুন ২০২১, ০৬:২২ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে © টিডিসি ফটো

ময়মনসিংহ ও রাজশাহীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। আজ শনিবার (১৯ জুন) সকাল থেকে পৃথক পৃথক সময়ে দুই মেডিকেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে প্রথম দিন সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২১০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

তিনি বলেন, এই মেয়াদে শিক্ষার্থীরা সবাই চীনা টিকে পেয়েছেন। পর্যায়ক্রমে রাজশাহীর অন্য সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে। রোববার রাজশাহী বারিন্দ ও সোমবার ইসলামী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

অন্যদিকে, ময়মনসিংহে বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৪শ ও পাশের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) ৮শ জন শিক্ষার্থীকে রোস্টার করে টিকা দেওয়া হবে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, মেডিকেল নার্সিং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীন থেকে আসা ৭৫ হাজার টিকা পাওয়া গেছে। প্রাতদিন ৩শ’ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬