করোনায় এক মেডিকেলেই ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২১, ১১:২০ AM , আপডেট: ০৪ জুন ২০২১, ১১:২২ AM
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি ৬ জনের। রামেক হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে চিকিৎসধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৯ জনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর ৬ জন ও নওগাঁর একজন মারা গেছেন।