অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

১৪ নভেম্বর ২০২০, ০৭:৩২ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমাদের আরো কাজ করতে হবে এবং সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আপনারা জানেন করোনায় বর্তমানে মৃত্যুর সংখ্যা ১৫ থেকে ২০ এসে দাঁড়িয়েছে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই স্বাস্থ্য বিভাগের সমালোচনা করলেও এখন আর করে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনাকে মোকাবিলা করতে হবে।

মন্ত্রী বলেন, করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এসময় ভ্যাকসিন বিষয়ে বলেন, আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণ করেছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজারজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।

মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরী। মাস্ক পরলে নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখতে পারবেন।

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
  • ০৬ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
  • ০৬ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘লেখার হাত ভালো’—যেভাবে খুলতে পারে আয়ের পথ
  • ০৬ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে কর্মঘণ্টা বাড়লেও কমেছে ছুটি, ক্ষুব্ধ শিক্ষকরা
  • ০৬ জানুয়ারি ২০২৬
হলফনামা ও আয়কর রিটার্নে গড়মিল সারজিস আলমের
  • ০৬ জানুয়ারি ২০২৬