করোনা উপসর্গ নিয়ে বান্দরবান পৌর ছাত্রদল সভাপতির মৃত্যু

  © সংগৃহীত

করোনা উপসর্গ নিয়ে বান্দরবান পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো (৩৫) মারা গেছেন। আজ বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবান সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বান্দরবান জেলা সদরের আর্মী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, বান্দরবান জেলা সদরের আর্মী পাড়া এলাকার নিজ বাসায় দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন আলাউদ্দিন আলো। আজ বুধবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বান্দরবানের ছাত্রদল নেতা মোরশেদ বিন ওমর বলেন, তিনদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন আলাউদ্দিন আলো। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। দাফনের জন্য তার মরদেহ হাসপাতাল থেকে আর্মী পাড়ার নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. জসিম উদ্দিন জানান, করোনা উপসর্গ থাকায় আলাউদ্দিন আলোর নমুনা নেওয়া হয়েছে। বিকেলে  হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ