জাগপা মুখপাত্র আল রাশেদ প্রধান © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে বুধবার বিকাল সাড়ে ৪টায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা জানান জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ১১ দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের চূড়ান্ত আসন তালিকা আগামীকাল ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট একসাথে নির্বাচনে অংশগ্রহণ করবে।