করোনা ইউনিট: এক হাসপাতালেই ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘন্টায় মোট ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়। মৃত ২৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের করোনা পজিটিভ বলে জানায় ওই সূত্রটি। বাকিরা সবাই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যাদের করোনা টেস্টের ফল এখনও পাওয়া যায়নি।

জানা যায়, মৃত ব্যক্তিদের সবার বয়স ৫০ বছরের উর্দ্ধে । এরা হলেন- সাদিকুল ইসলাম (৫৫), আব্দুল মতিন (৫৮), আবুল কাশেম (৬২), এমকেএম জহিরুল হক (৭৮), আব্দুর রহমান (৬৫) এবং হানিফ (৭০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তিদের অনেকেরই করোনা পরীক্ষার নমুন সংগ্রহ করা হয়েছে। টেস্টের ফলাফল এখনও হাতে এসে পৌঁছায়নি।

এদিকে গোটা বাংলাদেশে আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন। মারা গেছেন মোট ৩৮ জন।


সর্বশেষ সংবাদ