শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে আমেরিকান ওয়েলনেস সেন্টার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
কোটাবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই নিজের প্রিয়জন হারিয়েছেন, মানসিকভাবে হয়েছেন বিপর্যস্ত। অনেকে আবার আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মহান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের উদাহরণে উদ্বুদ্ধ হয়ে আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) শিক্ষার্থীদের জন্য চালু করেছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। এখন থেকে যে কোন শিক্ষার্থী তাদের পরিচয়পত্র প্রদর্শন করে ফ্রি স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
বর্তমানে যে সকল শিক্ষার্থী উত্তপ্ত রোদে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, তাদের জন্য এডব্লিউসি বিনামূল্যে তাৎক্ষনিক চিকিৎসা সেবা, খাবার পানি, স্যালাইন ও শুকনো খাবার প্রদান করছে। এছাড়াও তাদের স্বাস্থ্যগত যে কোন সমস্যায় এডব্লিউসির বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মানসিক পরামর্শ দিবেন। আপনাদের যে কোন স্বাস্থ্য সমস্যায় যোগাযোগ করুন এই ঠিকানায়- আমেরিকান ওয়েলনেস সেন্টার, ইসলাম টাওয়ার (২য় ও ৩য় তলা), ১০২ শুক্রাবাদ বাসস্ট্যান্ড, ঢাকা ১২০৭, ফোনঃ ০১৭৫৩৪৬১৮৫৭, ০৯৬৬৬৭৪৭৪৭০।