অ্যাডভোকেট ফজলুর রহমান © ফাইল ফটো
কিশোরগঞ্জের ইটনা থেকে ভৈরব পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সন্ধ্যায় ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।