ডেঙ্গুতে মৃত্যু

এইচএসসির বাকি পরীক্ষাগুলো দেওয়া হলো না তরুণ এই অভিনেত্রীর

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত এইচএসসি পরীক্ষার্থী ও তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। 

জানা গেছে, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন নিশাত আরা আলভিদা। প্রথমদিকে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে হাসপাতালে ভর্তি হতে হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। অবশ্য এক দিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে আসে। কিন্তু বাসায় ফেরার পর শেষ রক্ষা হলো না তার। 

নিশাতের বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার পর নিশাত কিছু একটা করতে চেয়েছিলেন। মনেপ্রাণে অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই পথেই হাঁটেন। একটু একটু করে চেষ্টা করেন অভিনয়ে কিছু করার।  দীর্ঘ দুই বছর চেষ্টার পর সম্প্রতি নিশাত একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পান। তার  আগে দেখা যেত সাইড ক্যারেক্টারে।

মৃত্যুর মাত্র চার দিন আগে নিশাত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘পরের জন্মে শালিক হব’। 

গতকালই নিশাতের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোর হাফ রাস্তা এলাকায় তাঁরা থাকতেন। সেখানেই একটি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬