বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিইউএইচএস-এর সেমিনার

৩১ জুলাই ২০২৩, ০১:১৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ

সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে “একটি জীবন একটি লিভার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ জুলাই) বাংলাদশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়র ইব্রাহিম অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন। মুগদা মডিকেল কলেজের গ্যাস্ট্রোঅ্যান্টারেলজি বিভাগের সহযোগি অধ্যাপক ও প্রধান ডা. এন.সি নাথ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আলাচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশষজ্ঞ রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ মুস্তাক হোসাইন। বিইএইচএস পাবলিক হেলথ অনুষদর ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগর সহযাগি অধ্যাপক ও প্রধান ডা. শাহানাজ  চৌধুরী। অন্যান্যের মধ্য বিইউএইচএস এ্যালায়ড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শারমীন পারভীন ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

হেপাটাইটিস সম্পর্ক জনসচতনতা তৈরি করা এবং এই রোগ নিরাময়ে জনস্বাস্থ্য বিশষজ্ঞদর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই সেমিনারের আয়াজন করা হয়।      

শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬