শীতে বয়স্ক ও শিশুদের সুরক্ষায় যে পরামর্শ দিলেন ডা. আবদুল্লাহ

০৮ জানুয়ারি ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ডা. এবিএম আবদুল্লাহ

ডা. এবিএম আবদুল্লাহ © ফাইল ফটাে

সারাদেশে জেকে বসেছে শীত। বাড়ছে শীতজনিত রোগও। তাই এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু ও বয়স্করা। তাই তাদের দিকে বাড়তি নজর দিতে বলেছেন এই চিকিৎসক।

ডা. আব্দুল্লাহ বলেন, ‘‘শীতজনিত রোগ প্রচুর হচ্ছে। ব্রঙ্কাইটিজ, নিউমোনিয়া, শ্বাসজনিত রোগ, বাতজনিত রোগ বেড়ে যায়। যাদের আগে থেকেই শ্বাসজনিত রোগ ও বাতজনিত রোগ আছে তাদের এ সমস্যা আরও বেড়ে যায় শীতে। এ কারণে বয়স্ক ও শিশুদের এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোই ভালো। আর বাইরে যদি যেতেই হয় গরম কাপড় দিয়ে শরীর, কান, নাক ও মুখ ঢেকে যাবে।’’

তিনি আরও বলেন, ‘‘বয়স্ক মানুষের ঘরের ভেতরটাও রুম হিটার দিয়ে গরম রাখতে পারলে ভালো। যেকোনো বাচ্চার জ্বরের সঙ্গে যদি সামান্য শ্বাসকষ্ট ও কাশি হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ নিউমোনিয়া বেড়ে গেছে। এ ধরনের রোগীদের আইসিইউ লাগে। অক্সিজেন লাগে।

সুতরাং পিতা-মাতাকে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যার যা ওষুধ আছে তা সঠিকভাবে সেবন করতে হবে।  শীতের সময় কিন্তু হার্টজনিত রোগও বাড়ে। কারণ শীতের সময় মানুষের হাঁটা-চলার অভ্যাস কমে যায়। এ জন্য মাংসের জড়তা বাড়ে আর শরীরে ব্যথা বেড়ে যায়। একারণে রোদ উঠলে রোদে গিয়ে বসতে হবে। এবং যতটুকু সম্ভব বাইরে বা ঘরের  ভেতরে হাঁটা-চলা করতে হবে। ঠাণ্ডা জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। হালকা গরম খাবার খেতে পারলে ভালো হয়।’’

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬