আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফারুকী

৩০ জানুয়ারি ২০২৬, ১১:৩২ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © ফাইল ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যে বাংলাদেশে প্রত্যেকটা দল তাদের মধ্যে হাজার বিষয়ে দ্বিমত থাকলেও জুলাই শহীদ, গুম, পিলখানা, শাপলাসহ সকল ভিকটিমদের ব্যাপারে একই জায়গায় দাঁড়িয়ে। জুলাই সনদের ব্যাপারে একই জায়গায় দাঁড়িয়ে। গণভোটেও একই জায়গায় দাঁড়িয়ে। আমাদের শহীদেরা এবং গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তারেক রহমান স্পষ্ট ভাষায় জুলাই সনদ, জুলাই শহীদ, ও সংস্কার নিয়ে তাঁর দল বিএনপির অবস্থান তুলে ধরলেন।

তিনি বলেন, জুলাই যাদুঘর এবং ফ্যাসিজমের ষোলো বছর নিয়ে ডকুমেন্টারি সিরিজ তৈরি করতে দিন-রাত একাকার করে কাজ করতে হচ্ছে আমাদের। শত সহস্র বাধার দেয়াল ডিঙ্গায়ে কিভাবে কাজ করতে হচ্ছে কোনো এক সময় গল্পগুলো বলা যাবে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, যাইহোক, এই কাজ করতে যেয়ে আমরাও মোটামুটি একটা ইমোশনাল ঘোরের মধ্যে আছি। কখনো কখনো মনে হয় এক ধরনের ট্রমার মধ্যেও আছি। আমরা প্রায়ই নিজেদের মধ্যে বলি- জাস্ট গল্প শুনেই যদি আমাদের এই অবস্থা হয়, ঐ পরিবারগুলোর অবস্থাটা আসলে কী যারা ওই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। মাঝে মাঝে ভাবি এটা হিলিং হতে পারে কিভাবে? অফ কোর্স ন্যায় বিচার পাওয়ার মধ্য দিয়ে হিলিংয়ের একটা প্রক্রিয়া শুরু হয়।

মোস্তফা সরয়ার ফারুকী সবশেষে বলেন, আজকের এই বাংলাদেশও তাদের ক্ষত কিছুটা হলেও উপশম করতে পারে। যে বাংলাদেশে প্রত্যেকটা দল তাদের মধ্যে হাজার বিষয়ে দ্বিমত থাকলেও জুলাই শহীদ, গুম, পিলখানা, শাপলাসহ সকল ভিকটিমদের ব্যাপারে একই জায়গায় দাঁড়িয়ে। জুলাই সনদের ব্যাপারে একই জায়গায় দাঁড়িয়ে। গণভোটেও একই জায়গায় দাঁড়িয়ে। আমাদের শহীদেরা এবং গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে।

 

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬