নির্বাচন কমিশন ভবন © টিডিসি ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল ঠিকানা। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৫ হাজার ৬০০টি ইতোমধ্যে ফেরত এসেছে। সঠিক ঠিকানার অভাবে ইতালি ও মালয়েশিয়া থেকে এই বিপুল সংখ্যক ব্যালট সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ প্রিসাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যালটগুলোর মধ্যে ৪ হাজারই এসেছে মালয়েশিয়া থেকে এবং ১ হাজার ৬০০টি এসেছে ইতালি থেকে। প্রবাসীদের নিবন্ধিত ঠিকানা সঠিক না থাকায় ডাকযোগে পাঠানো এই ব্যালটগুলো বিলি করা যায়নি। তবে এই পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর তথ্য নিয়ে ভোটারদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন, ফেস ডিটেকশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কারো দেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে পোস্টাল ব্যালট ও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া নিয়ে আজ মঙ্গলবার বিকেলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় দলগুলোর কাছে ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া ও প্রযুক্তির ব্যবহার বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এই বৈঠকের কথা জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, বড় এই নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করায় প্রায় ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধিত হয়েছেন। তবে ৫ হাজার ৬০০ ব্যালট ফেরত আসার বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও এটি নিরসনে সংশ্লিষ্ট মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।