বিনা খরচে অফিসসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা, আবেদন অনলাইনে

০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৬ AM
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অনলাইনে আবেদন করে উদ্যোক্তারা বিনা খরচে অফিস স্পেসসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানটি এ সুযোগ করে দিচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, অনিয়মিত স্টার্ট-আপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্ট-আপদের বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে মোট ৫১টির মধ্যে ৩৩টি ডেস্ক বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১৮টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আবেদন যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই অব্যবহৃত ডেস্কগুলোকে বরাদ্দ দেওয়া হবে। ঢাকার আগারগাঁওয়ে এ আধুনিক কো-ওয়ার্কিং স্পেস স্টার্ট-আপদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী কর্মপরিবেশ নিশ্চিত করে।

আরও পড়ুন: দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন

এখানে উদ্যোক্তারা পাচ্ছেন ৬ মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা এবং আইডিয়া ল্যাব ব্যবহারের বিশেষ সুযোগ। পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। উদ্যোক্তাদের আবেদন করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। 

আবেদনকারীদের ট্রেড লাইসেন্স অথবা বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি অথবা পাসপোর্টের কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে। শুধু তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্ট-আপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9