স্টামফোর্ড ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলায় ব্যাপক সাড়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:২১ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত ‘উদ্যোক্তা মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও উদ্যোক্তাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সকাল সাড়ে ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও বটতলা প্রাঙ্গণে শুরু হওয়া মেলাটি উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে। নবীন উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা ও সৃজনশীল পণ্য ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তা মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: ইউনুস মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, পিআরডি প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন সহ বিভিন্ন বিভাগীয় বিভাগীয় প্রধান, এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এই উদ্যোক্তা মেলা ২০২৫ এ অংশগ্রহণ করে সর্বমোট ২৮ জন উদ্যোক্তা যারা প্রত্যেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী।
মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো: জাকিউর রহমান বলেন, 'শুধু চাকরি নয়, চাকরি সৃষ্টির জন্যই শিক্ষার্থীদেরকে উদ্যেক্তা হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজন, এইজন্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর তরুণ উউদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এই আয়োজন।'