আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলেন উদ্যোক্তা আবু সায়েম

অ্যাওয়ার্ড গ্রহণকালে আবু সায়েম
অ্যাওয়ার্ড গ্রহণকালে আবু সায়েম  © সংগৃহীত

ইনবক্স আইটি সল্যুশনস লিমিটেডের চেয়ারম্যান ও রংপুরের সফল তরুণ উদ্যোক্তা আবু সায়েম সম্মানজনক আইপিএ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভারস) অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেল-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি ও নেতৃত্ব সম্মেলন ২০২৫-এ সম্মানজনক আইপিএ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভারস) অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন ইভেন্ট স্টোরি, সহ-আয়োজক ছিল ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল, এবং এতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান উপস্থিত ছিল। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন, সংস্কৃতি ও ব্যবসা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব, কণ্ঠশিল্পী মনির খান, এবং অভিনেতা পীরজাদা হারুনসহ আরও অনেকে।

আরও পড়ুন: বিএনএফ মহাসচিব অধ্যক্ষ নজরুলের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ

এই সম্মেলনে কো-স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছিল ইনবক্স আইটি সল্যুশনস লিমিটেড, যা বিভিন্ন উদ্যোগে সহযোগিতা ও সমর্থন দিয়ে অনুষ্ঠানকে সাফল্যের সাথে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনবক্স আইটি সল্যুশনস দীর্ঘদিন থেকেই দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে অবদান রাখছে এবং তাদের সমর্থন সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগগুলোকে শক্তি জোগায়।

পুরস্কার গ্রহণের পর আবু সায়েম বলেন,“এই পুরস্কার আমার একার নয়, এটি ইনবক্স আইটি সল্যুশনস পরিবারের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার ফল। আমরা চাই বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে আরও এগিয়ে যাক এবং বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করুক।”


সর্বশেষ সংবাদ