স্থানীয় সরকার উপদেষ্টা
উপদেষ্টা হওয়ার আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন ক্যান্সারে আক্রান্ত নূরজাহান বেগম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উপদেষ্টা হওয়ার আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের ১১টি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। এদিন প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়।
ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সার আক্রান্ত। তাঁর চিকিৎসা শুধু আজকে সিঙ্গাপুরে হচ্ছে, বিষয়টি এমন নয়। অনেকদিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। ক্যান্সার আক্রান্ত হলে উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা পরিবর্তন করতে পারবেন না। এটা মানবিক বিষয়, মানবিক দিক থেকেই দেখা উচিত।
তিনি বলেন, যারা নীতি নির্ধারণের জায়গায় আছেন এবং সামনে আসবেন, সবার দায়িত্ব দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা যেন দেশেই পেতে পারেন সে উদ্যোগ নেওয়া। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে আগে আমরা একটি দেশের ওপর বেশি নির্ভরশীল ছিলাম। ইতোমধ্যে চীনের সহায়তায় কয়েকটি হাসপাতাল করার প্রতিশ্রুতি এসেছে। এ কাজগুলো হয়ে গেলে স্বাস্থ্য খাতে আমরা যথেষ্ট আত্মনির্ভরশীল হব।
আসিফ মাহমুদ আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখেছিলাম জনবল, ডাক্তার, নার্সের ঘাটতি আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়েরও জনবলের ঘাটতি আছে। বিশেষ বিসিএসে ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। প্রান্তিক হাসপাতালেও ডাক্তার যেন যেতে উদ্বুদ্ধ হয়, সেজন্য কাজ করা হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে কাজ করছি। যেসব কারণে ডেঙ্গু ছড়ায় সেসব বিষয়ে নগরবাসীকে সচেতন করতে কাজ চলছে। সে বিষয়গুলো মেনে চলার অনুরোধ নগরবাসীকে।