নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে নিষেধাজ্ঞা থাকবে: ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন  © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধিতে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি নবম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এআই অপব্যবহারের ব্যাপারে আমরা কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছি। প্রবলেমটা হচ্ছে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন। এগুলো প্রতিহত করার জন্য আচরণ বিধিতে অন্তর্ভুক্ত করেছি। আচরণবিধিটা শুধু প্রার্থী এবং দলের জন্য। কিন্তু এআইয়ের ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। শুধু রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না। দেশের ভেতর থেকে করবে, বাইরে থেকে করবে।’

তিনি বলেন, ‘এগুলো প্রতিহত করার জন্য আমরা কমিটি ফর্ম করেছি। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন। কীভাবে কি করা যায়, তা নিয়ে কাজ করছে তারা। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, আমরা ওই চেষ্টা করব যতটুকু সম্ভব যে ব্যান্ডউইথ না কমিয়ে কোন ধরনের সেবাকে বিঘ্ন না ঘটিয়ে যাতে নির্বাচনটা করতে পারি। একান্তই বাধ্য না হলে এখনো পর্যন্ত কোন ইচ্ছা নাই যে কোন সেবা বা কোন প্ল্যাটফর্মকে লিমিট করার।’

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬ ভিসির পাঁচজনই বিভিন্ন মামলার আসামি

এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ড্রোন এবং কোয়ার্ডকপ্টার কোন কিছু কোন প্রার্থী বা তার এজেন্ট বা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার প্রয়োজনীয়তা যদি আসে তখন আমরা আলোচনা করব। গণমাধ্যমও ব্যবহার করতে পারবে না।’

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘এটা নিয়েও কাজ করছি, তিন চারটা মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করে ভাড়ায়ও পাওয়া যায় না। আবার কেনাও যৌক্তিক নয়। ৪৫ হাজার কেন্দ্রে হিসাব করেন, কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কীভাবে?’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence