জুলাই যোদ্ধা হাসানের শরীরে ৪০০ ছররা গুলি, সিঙ্গাপুর পাঠাচ্ছে সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০১ PM
২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাসান সরদারকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাচ্ছে সরকার। এ জন্য প্রাথমিকভাবে ২০ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১০ জুলাই (বৃহস্পতিবার) জারি করা এক সরকারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে। জুলাই আন্দোলনের সময় দু’দফায় অন্তত ৪০০ ছররা গুলিবিদ্ধ হয় হাসানের শরীরে।
অফিস আদেশ অনুযায়ী, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন হাসান। সেখানে তার ৬০ দিন থাকার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন। আন্দোলনের সময় ১৮ জুলাই প্রথম গুলি লাগে হাসানের বাম পায়ে। রামপুরা ব্রিজ এলাকায় আহত হন তিনি। মেরুল বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির সামনে ৫ আগস্ট ফের গুলিবিদ্ধ হন তিনি।
হাসান সরদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আন্দোলনের সময় আমার শরীরে অন্তত ৪০০ ছররা গুলি লাগে। একটি হাত মাত্র ৩০ শতাংশ কার্যক্ষম আছে। প্রথম দিকে চিকিৎসার খরচ মেটাতে পরিবারকে বেগ পেতে হয়েছে। পরে সরকার চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। এখন সিঙ্গাপুর পাঠাবে বলে জানিয়েছে। পাসপোর্টও করতে দিয়েছি। পাসপোর্ট প্রস্তুত হলে দ্রুত পাঠানো হবে বলে সরকার জানিয়েছে। আশা করি, চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’
হাসান ছাড়াও আরও ২০ আহত জুলাই যোদ্ধা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন। সেখানে তাদেরও ৬০ দিন থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকের জন্য প্রাথমিকভাবে ২০ লাখ করে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তারা সবাই বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চিকিৎসার জন্য ২০ আহত জুলাই যোদ্ধাকে ব্যাংককে পাঠাচ্ছে সরকার
এর আগে জুলাই যোদ্ধাদের মধ্যে বিদেশে যাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, তাদের অভিযোগ ছিল- পর্যাপ্ত অ্যাটেন্ডেন্ট না থাকায় অনেকে ঠিকমতো চিকিৎসা পাননি বা চিকিৎসা পেতে বেগ পেতে হয়েছে। সেখানে ভাষাগত চ্যালেঞ্জও ছিল। সেজন্য এবার সবার সাথেই অ্যাটেন্ডেন্ট থাকবে। তাদের সঙ্গে বাবা-মা, স্ত্রী, ভাই কিংবা স্বজন যাবেন।
ব্যাংককে পাঠানোর জন্য নির্বাচিত জুলাই যোদ্ধাদের মধ্যে রয়েছেন, কাজী মো. জাবের হোসাইন, শাহাদাত হোসেন, ফিরোজ আহমেদ, নাদিম, শাহাদাত হোসেন খান, মো. হাসান, মো. শরীফুল ইসলাম, মো. শাহেনুর ইসলাম, তৌহিদুল ইসলাম, নাসের উদ্দিন এমিলি, মো. ইয়াসির আরাফাত, মোশাররফ হোসাইন, মো. তানভীর হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, আশিক হাওলাদার, মো. সজিব হোসেন, ইয়াসিন, শামীম মিয়া ও মো. মোবারক হোসেন।