জুলাই যোদ্ধা দূর্জয় প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায় 

মো. দূর্জয় মিয়া
মো. দূর্জয় মিয়া  © সংগৃহীত

জুলাই আন্দোলনে কিশোরগঞ্জের ভৈরবে নেতৃত্ব দেওয়া মো. দূর্জয় মিয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার (১০ মে) ভোর ৪টায় ফেনীতে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, দূর্জয় মিয়া জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখভাগে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তার শরীরে পুলিশের ছোড়া অর্ধ-শতাধিক রাবার বুলেট এসে লাগে। দূর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নং ছিল-১০৬ এবং মেডিকেল কেস আইডি-২৬০৮।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবি শিক্ষক

মো. দুর্জয়ের মৃত্যুর বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেই এই সংবাদটি শুনেছি। দুর্জয়ের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তাওফিক দেন। আমরা সাংগঠনিক ভাবে তার জানাজায় শরিক ও তার কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছি।


সর্বশেষ সংবাদ