ইরানে উত্তপ্ত পরিস্থিতি

হটলাইনে জরুরি সহযোগিতার চাওয়ার বদলে আসছে প্রেম-বিয়ের প্রস্তাব

১৭ জুন ২০২৫, ০১:১০ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:৪৪ PM
তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল

তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল © সংগৃহীত

ইরানে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য চালু করা হটলাইন নম্বরগুলোয় প্রত্যাশিত সাড়া না পেয়ে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা। জীবন রক্ষার সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমগুলোতে সহযোগিতার পরিবর্তে আসছে প্রেম ও বিয়ের প্রস্তাব, অপ্রাসঙ্গিক কৌতূহল এবং মস্করাপূর্ণ বার্তা।

বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ক্যাডার কর্মকর্তা ও বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনীতিক হিসেবে পরিচিত মো. ওয়ালিদ হোসেন আজ মঙ্গলবার (১৭ জুন) নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

পোস্টে তিনি লেখেন, ‘দূতাবাস থেকে আমার সহকর্মী ফারুক ও তাহের সাহেবের নম্বর শেয়ার করা হয়েছিলো ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার জন্য। আমিও নিজে পোস্টে নম্বর দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ফারুক ৭৫ শতাংশ কল পাচ্ছে প্রেম ও বিয়ের প্রস্তাব, যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানার কৌতূহলে। আর আমি ও তাহের সাহেব ৮০ শতাংশ কল পেয়েছি শুধু জানতে যে আমরা ভালো আছি কিনা।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা নিজেরা জীবনের ঝুঁকিতে আছি। আজই আমাদের দূতাবাস এলাকায় হামলার আশঙ্কা রয়েছে। আমরা ৩০ মিনিটের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক এই সময়ে যদি কেউ অপ্রয়োজনে ফোন করে, তাহলে জরুরি সাহায্যের কাজ ব্যাহত হয়, অনেক কল রিসিভ করা সম্ভব হয় না। আপনারা অনুগ্রহ করে একটু মানবিক হোন।’

ওয়ালিদ আরও বলেন, বিনা প্রয়োজনে কল না করাটাই এখন আমাদের প্রতি সবচেয়ে বড় মানবিকতা। আমাদের বাঁচতে দিন, প্রবাসীদের বাঁচতে দিন।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫