সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে প্রজ্ঞাপন জারি  © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের জন্য ১০ থেকে ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর এই সুবিধার আওতায় ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা মোট ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ হারে এই আর্থিক সহায়তা পাবেন।

আজ মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়, জাতীয় বেতনস্কেলের আওতাধীন সরকারি-বেসামরিক, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। চাকরিরতদের জন্য সর্বনিম্ন ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা হারে এই সুবিধা প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ৫ বিসিএসের ফল প্রকাশে রোডম্যাপ দিল পিএসসি

এর আগে সোমবার (২ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি এবং অন্যান্য খাতে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা আরও বলেন, ২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো প্রণয়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তির উদ্যোগ হিসেবে এই বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। যদিও বাজেটে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি, বরং প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হলো বিশেষ এই সুবিধার কথা।


সর্বশেষ সংবাদ