বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন শেষ ১৮ অক্টোবর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞীপ্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স;
পদের নাম: অফিসার ক্যাডেট;
জাতীয়তা: বাংলাদেশি;
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;
আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন
আবেদনের শিক্ষাগত যোগ্যতা—
*জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা,
*‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;
*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
*২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫/‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমানের ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে। ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বিএমএতে যোগদান করতে পারবেন না;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে
শারীরিক যোগ্যতা—
উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি;
উচ্চতা (নারী): ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি;
প্রার্থীর বয়স: সাড়ে ১৬-২১ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১০০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যামে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
/Lotus%20(Govt%20Jobs%201)/Army%2016%20down.jpg)
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট