বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, বয়স সাড়ে ১৬ হলেই সুযোগ আবেদনের

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমান বাহিনীতে
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমান বাহিনীতে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি ৯৩তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী;

কোর্সের নাম: ৯৩তম বিএএফএ কোর্স;

পদের নাম: অফিসার ক্যাডেট;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়);

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬-২২ বছর (২১ ডিসেম্বর ২০২৫ তারিখে);

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

জিডি (পি) শাখা

*মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক/সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‌‘এ’ থাকতে হবে; 

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে; 

ইঞ্জিনিয়ারিং শাখা

*এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় ব্যতীত সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ, রসায়ন ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’ থাকতে হবে; 
 
*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ, রসায়ন ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে; 

এটিসি এডিডব্লিউসি শাখা

*এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’ থাকতে হবে; 

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে;

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

প্রার্থীর শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি;

উচ্চতা (নারী): ন্যূনতম ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি;

ওজন (নারী-পুরুষ): বয়স ও উচ্চতা অনুযায়ী;

চোখের মাপ (নারী-পুরুষ): ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে Apply Online-এ ক্লিকের পর ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫;

যোগদানের সম্ভাব্য তারিখ: আগামী ২১ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ