প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও’র দাবিতে রাজপথে শিক্ষকরা

মপিও’র দাবিতে রাজপথে শিক্ষকরা
মপিও’র দাবিতে রাজপথে শিক্ষকরা  © টিডিসি ফটো

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমবেত হয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর থেকে তারা সেখানে অবস্থান করছেন।

সোমবার সকাল ১১টায় এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যলয়ে শান্তিপূর্ণ পদযাত্রার উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষকরা। এরপর দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে বসে পড়েন।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু বলেন, ২০০৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয় নীতিমালা প্রণয়ন করা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি। দেশের বিভিন্ন বিদ্যালয়গুলো এমপিওভুক্ত হলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো বঞ্চিত হয়ে আসছে। আর বঞ্চিত হতে চাই না, আমরা এমপিওভুক্তি চাই। সরকারি বেতন ভাতা চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে অবস্থান করবো।’

তাদের দাবিগুলো হলো:

১. প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্ত করতে হবে।

২. বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে বেতন ভাতা দিতে হবে।

৩. সব বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করা।

৪. সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্য বই বিতরণ নিশ্চিত করা।

৫. বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রী উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা।

৬. সব বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা।

৭. প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ নিয়মিত মনিটরিং নিশ্চিত করা।

৮. শিক্ষক/কর্মচারীদের মান উন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

৯. শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করা।

১০. প্রতিবন্ধী বিদ্যালয়সমূহে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা।

১১. ছাত্র/ছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবন যাপনের নিশ্চয়তা প্রদান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence