শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের লাগাতার কর্মসূচি শুরু কাল

০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের কর্মসূচি

শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের কর্মসূচি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি ঘোষণা করেছেন ইনডেক্সধারী শিক্ষকরা। আগামীকাল বুধবার থেকে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার।

তিনি বলেন, ‘আমরা ২০২৩ সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করে আসছি। শিক্ষকদের দাবি মেনে সরকার পারস্পরিক বদলি চালু করেছে। তবে এতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবে না। তাই পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে বদলির যৌক্তিক দাবি নিয়ে কথা হয়। এ সময় তিনি বদলির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে নীতিমালা তৈরির কথা জানান। কিন্তু দীর্ঘদিনেও প্রজ্ঞাপন না হওয়ায় শিক্ষকরা উদ্বিগ্ন। তাই দ্রুত ২০২১ সালের এমপিও নীতিমালার ১২.২ ধারা অনুসারে পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের প্রাণের দাবি শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপনের দাবিতে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য শাহাবাগ টু যমুনা লং মার্চ কর্মসূচি পালন করা হবে।’

ট্যাগ: বদলি
ত্রয়োদশ নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
হলফনামায় সম্পদ-আয় নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন নাহিদ ইসলাম
  • ০৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘রাজনীতিতে অনাগ্রহী তন্বি বিয়েশাদি করে ব্যস্ত’— বক্তব্যের ক…
  • ০৭ জানুয়ারি ২০২৬
দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না: আসিফ নজরুল
  • ০৭ জানুয়ারি ২০২৬
ডিএনএ নমুনা সংগ্রহ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে গুরু…
  • ০৭ জানুয়ারি ২০২৬