লাইসিয়াম স্কুলে ‘আনন্দ মেলা-২০২২’ উদযাপন © টিডিসি ফটো
নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদীতে অবস্থিত লাইসিয়াম স্কুলের মাঠ প্রাঙ্গণে ‘আনন্দ মেলা-২০২২’ উদযাপিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে প্লে-নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকাদের সক্রিয় উপস্থিতিতে দিনব্যাপী এ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।

এর আগে, বেলুন লাগিয়ে ও চিত্র এঁকে সাজসজ্জা করা হয় স্কুল ক্যাম্পাস। নানা রঙের পোশাক পড়ে নাচ-গানের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। দিন জুড়ে উৎসবে মুখরিত হয় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ।
আরও পড়ুন: ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ২৫২ নেতা
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নোয়াখালী সিটি কলেজ ও লাইসিয়াম স্কুলের অধ্যক্ষ আবুল বাশার। সিনিয়র শিক্ষক সেলিম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুরাদ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা চৌধুরী, লাইসিয়াম স্কুলের প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক মাহমুদ ফয়সাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চিত্তবিনোদনের ব্যবস্থা থাকলে তারা পড়াশোনায় আরো মনোযোগী হবে, আনন্দ পাবে এবং চাপমুক্ত হবে। শিশুদের ভ্রাম্যমাণ এই আনন্দমেলা তাদের মানসিক প্রশান্তি জোগাবে।