রোকেয়া পদক পেয়ে কী বললেন ঋতুপর্ণা চাকমা

ঋতুপর্ণা চাকমা
ঋতুপর্ণা চাকমা  © ফাইল ছবি

‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে এ বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট চার নারী এই পদকে ভূষিত হয়েছেন। আজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটি নানা কর্মসূচিতে পালন করছে সরকার।

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপে (২০২২, ২০২৪) টানা দুইবারের শিরোপাজয় এবং প্রথমবারের মতো এশিয়ান কাপে মূলপর্বে জায়গা পাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা। জাতীয় দল এই সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছে একুশে পদকও। এবার ব্যক্তিগত অর্জন হিসেবে রোকেয়া পদকে ভূষিত হলেন তিনি।

পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা বলেন, ‘সব পুরস্কারই সম্মানের, তবে এটার গুরুত্বটা আলাদা। এটা জাতীয় স্বীকৃতি। আমি মনে করি, এই পুরস্কার দেশের নারীদের আরও বেশি অনুপ্রেরণা দেবে।’

২০২১ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। লাল–সবুজ জার্সিতে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন টুর্নামেন্টসেরা। এ বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে জাতীয় দলের হয়ে করেছেন সর্বোচ্চ ৫ গোল।

জাতীয় দলে ওঠার পথ মোটেও সহজ ছিল না তাঁর জন্য। মা ভূজোপতি চাকমা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। ২০১৫ সালে বাবা বরজ বাঁশি চাকমার মৃত্যুতে অল্প বয়সেই পরিবারে বড় দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। ২০২২ সালের জুনে বিদ্যুৎস্পর্শে মারা যান ছোট ভাই পার্বণ চাকমা। ব্যক্তিগত একের পর এক দুঃসহ ক্ষতির মাঝেও মাঠে অনবদ্য পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করছেন ঋতুপর্ণা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence