ঋতুপর্ণাকে বাড়ি বানিয়ে দিবে বিসিবি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
দেশের ফুটবলে ‘পোস্টার গার্ল’ ঋতুপর্ণা চাকমা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাঙামাটির মগাছড়ি গ্রামের মেয়ে, দেশের ফুটবল-বোদ্ধাদের চোখে লাল-সবুজের ‘মেসি’। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে বাংলাদেশের টিকিট কাটার মূল কারিগর ২১ বছর বয়সী এই উইঙ্গার। মিয়ানমারে এএফসি উইমেনস এশিয়ান কাপ বাছাইয়েও দৃষ্টিনন্দন পাঁচ গোল করেন তিনি।
নারী ফুটবলের সাফল্যের অন্যতম কারিগর ঋতুপর্ণা। তবে তার বাড়ি দেখলে অবশ্য বোঝার উপায় নেই, কোনো জাতীয় দলের ফুটবলার কিংবা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলারের বাড়ি এটি। সম্প্রতি দেশজুড়ে আলোড়ন ফেলে দেয় তার সেই জীর্ণশীর্ণ সেই বাড়ির খবর।
এবার ঋতুপর্ণাকে তার গ্রামে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট) বোর্ড মিটিং শেষে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
ব্রিফিংয়ে এসে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, 'জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’
এদিকে অস্ট্রেলিয়া থেকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এটি নিশ্চিত করেছেন।