দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ

আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ
আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ  © সংগৃহীত

ডোপিংয়ের দায়ে দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন লিওনেল মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ আলেহান্দ্রো পাপু গোমেজ। নিষিদ্ধ পদার্থ গ্রহণের দায়ে ২০২৩ সালের অক্টোবরে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সাথে চুক্তি বাতিলের পর প্রায় দুই বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। শনিবার (২২ নভেম্বর) ইতালির দ্বিতীয় বিভাগের (সিরি বি) ক্লাব পাদোভার হয়ে নতুন করে পথচলা শুরু করেছেন ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

গত শনিবার সিরি ‘বি’ ম্যাচ দিয়েই দীর্ঘ ২ বছর বিরতির অবসান ঘটে পাপুর। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে তিনি মাঠে নামেন। যদিও তার দল ম্যাচটি ২-০ গোলে ভেনেজিয়ার কাছে হেরেছে। ২০২৩ সালের অক্টোবরে নিষিদ্ধ হওয়ার পর এবারই প্রথম মাঠে নেমেছেন নিজের নতুন ক্লাবের হয়ে। এটিই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ।

ফক্স নিউজ, বেইন স্পোর্টসসহ খেলাবিষয়ক গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের আগে তিনি খেলতেন সেভিয়ায়। বিশ্বকাপে লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে শিরোপা জেতার পরই এই কঠিন পরিস্থিতির শিকার হন তিনি। স্প্যানিশ ক্লাবটিতে থাকতেই কয়েক দিন অসুস্থ বোধ করছিলেন। বিশ্বকাপকে ঘিরে দ্রুত সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেয়েছিলেন ছেলের কাশির সিরাপ।

ঘটনার পরে জানা যায়, ওই সিরাপ খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ওষুধের তালিকাভুক্ত। সিরাপে বিটা২-অ্যাড্রেনার্জিক নামক পদার্থ থাকায় ডোপ টেস্টে পজিটিভ হলে, তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সেই সময় তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব মোনৎসায়। গত ১৮ অক্টোবর, ২০২৫-এ তার শাস্তির মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন : অবিশ্বাস্য এই রেকর্ডটি শুধুই মেসির

নিষেধাজ্ঞা নিয়ে অনেক দিন চুপ থাকার পর সম্প্রতি ইউটিউব চ্যানেল দে ভিসিতান্তেকে সাক্ষাৎকার দেন গোমেজ। সেখানে তিনি বলেন, ‘অন্যরা কোকেন, গাঁজা সেবন করে, তাদের সাজা হয় ছয় মাসের। আর আমি আমার ছেলের কাশির সিরাপ খেয়ে পেলাম দুই বছর! এটা কেমন বিচার!’

মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, ফুটবল খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম। ফুটবল তখন ছিল আমার কাছে মৃত। খুব রাগান্বিত ছিলাম। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, মনোবিজ্ঞানীর কাছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি সেটা মেনে নিয়েছি। এখনো লড়ছি।’ 

আর্জেন্টিনার জার্সিতে ২০১৭ সালে অভিষেক হওয়া গোমেজ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন।


সর্বশেষ সংবাদ