ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা করে নিল দেড় লাখ জনসংখ্যার কুরাসাও

১৯ নভেম্বর ২০২৫, ১২:৩১ PM
 কুরাসাও  ফুটবল দল

কুরাসাও ফুটবল দল © সংগৃহীত

ইতিহাস গড়ে প্রথমবারের মত বিশ্বকাপে জায়গা করে নিল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ এটিই। এর আগের রেকর্ডটি ছিল আইসল্যান্ডের। ২০১৮ বিশ্বকাপে খেলেছিল সাড়ে তিন লাখ জনসংখ্যার দেশটি।

গত জানুয়ারিতে কুরাসাওয়ের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ৪৪৪ বর্গকিলোমিটার দেশটির জনসংখ্যা ১ লাখ ৫৬ হাজার।

বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচটিতে গোলশূন্য ড্র করে সেই পয়েন্ট আদায় করে নেয় তারা। এতেই কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। বাছাইয়ের শেষ দিনে জ্যামাইকার বিপক্ষে স্রেফ একটি পয়েন্ট প্রয়োজন ছিল তাদের।

নেদারল্যান্ডস রাজ্যের সাংবিধানিক দেশ কুরাসাও। মূল কুরাসাও দ্বীপ ও জনবসতিহীন ‘লিটল কুরাসাও’ দ্বীপ নিয়ে দেশটি গঠিত। ফিফা র‌্যাঙ্কিংয়ে এখন তারা আছে ৮২ নম্বরে।

অপরাজিত থেকে বাছাই শেষ করল তারা। ছয় ম্যাচের তিনটিতে জয় আর তিনটি ড্রয়ে তাদের পয়েন্ট ১২। আগে বিশ্বকাপ খেলা জ্যামাইকা ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোকে পেছনে ফেলেছে তারা, গ্রুপের অন্য দল বারমুডাকে হারিয়েছে ৭-০ গোলে।

দলটির কোচ ডিক আডভোকাট, বিশ্ব ফুটবলের সবচেয়ে শ্রদ্ধেয় কোচদের একজন তিনি। ৪৫ বছরের কোচিং ক্যারিয়ারে নিজ দেশ নেদারল্যান্ডসতে তিন দফায় কোচিং করানোসহ বেলজিয়াম, রাশিয়া, দক্ষিণ কোরিয়াসহ অনেক দলকে কোচিং করিয়েছেন তিনি। ৭৮ বছর বয়সী কোচ অবশ্য জ্যামাইকার বিপক্ষে এই ম্যাচটিতে থাকতে পারেননি ব্যক্তিগত কারণে। কিন্তু তার দল কাজটুকু শেষ করেছে ঠিকই।

 

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত সমঝোতার আগেই আসন ছেড়ে এবি পার্টির মঞ্জুর ট্রলের শিক…
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!