বছরের শেষ ম্যাচও সুখকর হলো না ব্রাজিলের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ AM
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ফ্রান্সের লিলে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তারা। একাধিক সুযোগ তৈরি করেও লুকাস পাকেতার পেনাল্টি মিসে জয়ের দেখা পায়নি ‘সেলেসাও’রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে ভুল পাস ও সমন্বয়ের অভাবে আক্রমণে ছিল না ছন্দ। এই সুযোগে ম্যাচের ২৩তম মিনিটে দ্রুতগতির প্রতি আক্রমণ থেকে অপ্রত্যাশিতভাবে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।
গোল খেয়ে স্বরূপে ফেরার চেষ্টা করে ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে দারুণ এক শটে ম্যাচে সমতা ফেরান এস্তেভাও। জাতীয় দলের হয়ে চার ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল। ফলে ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আরও সংগঠিত ও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। পরপর কয়েকটি আক্রমণেও গোলের সম্ভাবনা তৈরি হয়, কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলটি মিলছিল না।
ম্যাচের ৭৬ মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু এবারও গোলের দেখা মেলেনি। লুকাস পাকেতার দুর্বল শট ফিরিয়ে দেন তিউনিসিয়ার গোলরক্ষক। এ মিসই মূলত বদলে দেয় ম্যাচের ভাগ্য।
শেষ পর্যন্ত ১–১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। চলতি বছরের শেষ ম্যাচে প্রত্যাশিত জয় না পাওয়ায় হতাশায় বছর শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।