একাদশে ৩ পরিবর্তন, তবুও জায়গা হয়নি জামাল ভূঁইয়ার
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১০ PM
হংকংয়ের বিপক্ষে গত ৯ অক্টোবর হোম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার চারদিন পর অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নামছে লাল-সবুজেরা। ফিরতি লেগের এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
হোম ম্যাচে আমেরিকানপ্রবাসী জায়ান আহমেদকে একাদশে না রাখায় তুমুল সমালোচনা হয়েছিল। এবার অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশেই তাকে রেখেছেন বাংলাদেশ কোচ। অন্যদিকে গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন। তাকেও শুরুর একাদশে রেখেছিলেন কোচ। তবে একাদশে জায়গা পাননি তার ভাই তাজ উদ্দিন।
ইনজুরির জন্য আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলেছিলেন তপু বর্মণ। ফিরতি লেগে শুরুর একাদশে ফেরার পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ডও পেয়েছেন তিনি। জুনিয়র তপুকেও (শাকিল আহাদ) রেখেছেন একাদশে কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও একাদশে আছেন।
গত ম্যাচে শুরুর একাদশে খেলা সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ নেই। অবশ্য, আজ শুরু থেকেই খেলছেন শমিত সোম। গত ম্যাচের মতো আজও আক্রমণভাগের দায়িত্বে থাকছেন রাকিব ও মোরসালিন।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদ উদ্দিন, হামজা চৌধুরি, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।