টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-হংকং লড়াই, অনলাইনে দেখবেন যেভাবে

১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (১৪ অক্টোবর) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ঘরের মাঠে হারের পর এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে নামছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সবমিলিয়ে আজ জিতলে না পারলে মূলপর্বে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বাংলাদেশের।  

এর আগে, গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম লেগে হংকংয়ের কাছে ৪-৩ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ নেয় বাংলাদেশ। যদিও প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও জমে উঠেছিল ম্যাচ। তবে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। 

এদিকে ঢাকায় গ্যালারিতে বসেই ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হাজারও দর্শক। সফরকারীদের শতাধিক সমর্থকও মাঠে বসেই ম্যাচ দেখেছেন। তবে ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে হংকং যাননি লাল-সবুজের সমর্থকরা। যদিও হংকং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আশা করা হচ্ছে।

জানা গেছে, কাই তাক স্টেডিয়ামের ৫০ হাজার আসনের টিকিট মাত্র দেড় ঘণ্টাতেই সোল্ড-আউট হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় সব টিকিটই হংকংয়ের নাগরিকরা কিনেছেন। ফলে, খেলা দেখতে হলে কেবল ডিজিটাল মাধ্যমের ওপরই ভরসা করতে হবে লাল-সবুজের সমর্থকদের।

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাত মিলিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার তারা। ফলে, বঙ্গোতে সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।

যদিও ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, তবে এবার তাদের টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং সন্ধ্যায় আফগানিস্তান বনাম বাংলাদেশ তৃতীয় ও শেষ ওয়ানডে আছে। 

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান বাংলাদেশের। যেখানে একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলতে সরাসরি সুযোগ পাবে। ফলে, হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই হামজা-শমিতদের।

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9