র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:০২ PM
প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। এতে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুবর্ণ হাতছানি ঋতুপর্ণা-আফিদাদের। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে এবার বড় সুখবর পেল বাঘিনীরা। ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান ১০৪তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নারী ফুটবলে র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেই র্যাঙ্কিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরাই সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছে। এর পাশাপাশি সর্বোচ্চ ৮০ দশমিক ৫১ পয়েন্টও পেয়েছে বাংলাদেশ। এর আগে, কখনোই ফিফার কোনো র্যাঙ্কিংয়ে এত উন্নতি হয়নি বাংলাদেশের। যে কারণে আজকের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে ফিফা।
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।
গেল জুনে মিয়ানমার সফরের আগে ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। এতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বও নিশ্চিত করে পিটার বাটলারের দল।
এর আগে, নারী ফুটবল ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে ১০০তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক এই অবস্থানে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।
এদিকে বাংলাদেশের সঙ্গে পরাজিত বাহরাইন এক লাফে ১৯ ধাপ পিছিয়ে ১১১তম স্থানে নেমেছে। মিয়ানমারও এক ধাপ পিছিয়ে ৫৬তম অবস্থানে নেমে এসেছে।
এবার নারী ফুটবলের শীর্ষ দশেও ব্যাপক পরিবর্তন হয়েছে। নারী ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন একধাপ এগিয়ে শীর্ষে রাজত্ব করছে। ফলে, দুইয়ে নেমে গেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এছাড়া তিন ধাপ এগিয়ে তিনে সুইডেন, এক ধাপ এগিয়ে চতুর্থস্থানে ইউরোতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দুই ধাপ এগিয়ে পঞ্চমস্থানে জার্মানি এবং চার ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছে ফ্রান্স। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে সাতে ব্রাজিল এবং এক ধাপ করে পিছিয়ে শীর্ষ ১০-এ আছে জাপান, কানাডা এবং দক্ষিণ কোরিয়া।