কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর?

ব্যালন ডি’অর
ব্যালন ডি’অর  © সংগৃহীত

প্যারিসের আলো ঝলমল শহরে আবারও বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর আসর। এবারের ব্যালন ডি’অর ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঐতিহাসিক Théâtre du Châtelet মিলনায়তনে। বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে সেই এক মুহূর্তে, যখন ঘোষিত হবে সেরা ফুটবলারের নাম, যিনি জিতে নেবেন সোনালি বলের ট্রফি।

এই বছর ব্যালন ডি’অর বিজয়ের দৌড়ে অনেক তারকার নাম থাকলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই—উসমান দেম্বেলে। বার্সেলোনায় ছয় বছর ধরে নিজের ছায়া হয়ে থাকা এই ফুটবলার নতুন জীবন পেয়েছেন প্যারিসে। ২০২৩ সালের আগস্টে পিএসজিতে যোগ দিয়ে দেম্বেলে যেন নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। গেল মৌসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্সই তাঁকে নিয়ে এসেছে ব্যালন ডি’অরের সবচেয়ে কাছাকাছি।

২০২৪-২৫ মৌসুমে দেম্বেলে ছিলেন পিএসজির ‘ত্রাতা’। তাঁর হাত ধরেই ক্লাবটি জিতেছে লিগ আঁ, ফ্রেঞ্চ কাপ, এবং সবচেয়ে বড়ো সাফল্য—উয়েফা চ্যাম্পিয়নস লিগ, যেখানে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপ সেরা হয়েছে পিএসজি। এই ‘ট্রেবল’-জয়ের পেছনে দেম্বেলের অবদান অনস্বীকার্য। মৌসুমজুড়ে তিনি করেছেন ৩৫ গোল ও ১৬ গোলে সহায়তা—সব মিলিয়ে ৪৮টি গোল-অবদান।

দেম্বেলের মৌসুমটা শুরু হয়েছিল ধীরে। ২০২৪ সালের ডিসেম্বরে পর্যন্ত ১৮ ম্যাচে মাত্র ৫ গোল করলেও, নতুন বছর শুরু হতেই যেন ঝড় তুলেছেন। জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত ২৯ ম্যাচে করেছেন ২৫ গোল, ৮ অ্যাসিস্ট। এমনকি টানা দুই ম্যাচে দুটি হ্যাটট্রিকও করেছেন—একটি চ্যাম্পিয়নস লিগে, অন্যটি লিগ আঁ-তে। শুধু ২০২৫ সালের প্রথম ২০ ম্যাচেই তাঁর গোল সংখ্যা ২৪!

চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে দেম্বেলে গোল করেছেন ৮টি, অ্যাসিস্ট ৬টি। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৩৮টি গোলের সুযোগ তৈরি করেছেন, যা ছিল যৌথভাবে সর্বোচ্চ। লিগ আঁ-তেও তাঁর গোলসংখ্যা ২১, সহায়তা ৮টি—সেখানে তিনি ছিলেন অন্যতম সেরা।

অন্যদিকে এই সময়সীমায় (২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই) আরও কিছু ফুটবলারও আলো ছড়িয়েছেন। লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে সালাহ করেছেন ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে করেছেন সর্বোচ্চ ৪৪ গোল। বার্সার ইয়ামাল ও রাফিনিয়াও করেছেন নজরকাড়া পারফরম্যান্স। তবে দলের সামগ্রিক সাফল্য ও বড় ম্যাচে পারফরম্যান্সে দেম্বেলে এগিয়ে।

ব্যালন ডি’অর সবসময়ই কেবল একজন ফুটবলারের পারফরম্যান্স নয়, বরং একটি ফুটবল-গল্পের স্বীকৃতি। দেম্বেলের এই মৌসুমটা সেই গল্পকেই পূর্ণতা দিয়েছে। বার্সেলোনায় ব্যর্থতার ছায়া থেকে উঠে এসে পিএসজির পোস্টার বয় হয়ে উঠেছেন তিনি। যদি আজ রাতে দেম্বেলের হাতে উঠেই যায় ব্যালন ডি’অরের সোনালি বল, তবে তা শুধু একজন ফুটবলারের নয়, বরং এক ক্লাব, এক কোচ ও এক মৌসুমের পূর্ণ স্বীকৃতি হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!