তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার

মোসাম্মৎ সাগরিকা
মোসাম্মৎ সাগরিকা  © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে একের পর এক অদ্ভুতুড়ে ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কখনও এক ম্যাচের দুই অর্ধ দুই মাঠে, আবার কখনও টুর্নামেন্টের মাঝপথে ভেন্যু বদল! এবার এর সঙ্গে যুক্ত ফুটবলারদের ওপর শাস্তির খড়গও যোগ হলো।

চলমান এই টুর্নামেন্টে রীতিমত গোল মেশিনে পরিণত হয়েছিলেন স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের পর নেপালের বিপক্ষেও প্রথমার্ধে গোলের দেখা পেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে নেপালের এক খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি। নেপালের খেলোয়াড়ও লাল কার্ড দেখেন। তাতে তাদের কপাল পুড়েছে।

এই দুই খেলোয়াড়কেই তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাদের ৫০০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার টাকারও বেশি) জরিমানাও গুণতে হচ্ছে। ঢাকাস্থ সাফের মিডিয়া ম্যানেজার আইয়ুশ খাদকা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বয়সভিত্তিক টুর্নামেন্টে এত বড় শাস্তিতে বেশ বিস্মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শাস্তির বিপরীতে আপিল করলেও কয়েক শ’ ডলার জমা দিতে হবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটিকে। তাই সেই পথে হাঁটছে না বাফুফে। 

অন্যদিকে সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন তারা। যেখানে বাংলাদেশ ও নেপাল ফের মুখোমুখি হবে। আগামী সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনালও হতে পারে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!