বাহরাইনকে ৭ গোলে হারাল বাংলাদেশ

২৯ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাসের মুহুর্ত

বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাসের মুহুর্ত © সংগৃহীত

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত সি গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয় বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে যোগ করে আরও দুটি গোল।

এই গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক মিয়ানমার ৮-০ ব্যবধানে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। আগামী ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে—কে যাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূল আসরে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১২৮তম এবং বাহরাইন ৯২তম। কিন্তু মাঠে র‍্যাংকিংয়ের কোনো প্রতিফলন দেখা যায়নি। বাহরাইন যেন ছিল অসহায় আত্মসমর্পণ করা এক দল। বল দখল, আক্রমণ—সব বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে লম্বা বল বাড়ানো হলে ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণ দক্ষতায় বল রিসিভ করে ডিবক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান। গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ডাগআউটে দেখা দেয় উচ্ছ্বাসের জোয়ার।

পাঁচ মিনিট পর ইয়াংগুন স্টেডিয়ামের দর্শকরা উপভোগ করেন আরেকটি চমৎকার গোল। বাঁ প্রান্ত থেকে আসা লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন বাংলাদেশের এক খেলোয়াড়।

৩৫ মিনিটে তহুরা খাতুন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৪২ মিনিটে কর্নার থেকে গোলের দেখা পায় বাংলাদেশ। জটলার মধ্যে কোহাতি কিসকুর শট গিয়ে জালে জড়ায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। টানা তিন মিনিটের ব্যবধানে তিনি করেন দুইটি গোল। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৬০ মিনিটে শামসুন্নাহার করেন নিজের দ্বিতীয় গোল। এরপর ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোলটি করেন। বাকি সময়েও একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু স্কোরলাইন আর বাড়েনি।

এই জয়ে গ্রুপ পর্বে দারুণ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এখন নজর ২ জুলাইয়ের ম্যাচে, যেখানে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় বা ড্র পেলেই বাংলাদেশের সামনে উন্মুক্ত হবে এশিয়ান কাপের দরজা।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬