মেসি এবার ৪৭তম ট্রফির খোঁজে

লিওনেল মেসি
লিওনেল মেসি   © সংগৃহীত

সম্ভাব্য সব ট্রফি-ই ছুঁয়েছেন লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ সব মিলিয়ে মেসির নামের সঙ্গে ৪৬টি ট্রফির রঙিন তকমা লেগেছে। ফুটবল ইতিহাসে আর কারও দখলে এত ট্রফি নেই। তবুও ছুটছেন আর্জেন্টাইন এই ক্ষুদে যাদুকর। এবার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সামনে নতুন চ্যালেঞ্জ। ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপের শিরোপা স্পর্শ করাতে পারলে তার মুকুটেও নতুন পালক যুক্ত হবে।

যদিও ইতোমধ্যেই তিনবার ক্লাব বিশ্বকাপের শিরোপা উৎসব করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। কিন্তু এবারের প্রতিযোগিতায় বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। এবার নতুন করে একেবারে বিশ্বকাপের আদলে ক্লাবের এই মহারণ সাজানো হয়েছে। ফলে, প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতাও বেড়েছে। তবে চ্যালেঞ্জে নিতে যে মেসি অভ্যস্ত, সেই সুপারস্টারের কাছে এ আর নতুন কি! এবারও নিজের মত করেই টুর্নামেন্ট রাঙানোর প্রত্যয় সবকালের অন্যতম সেরা এই ফুটবলারের।

এদিকে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় আল আহলির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে প্রস্তুতিও সেরেছেন মেসি। এবার বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। 

ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনায় মেসির মন্তব্য, ‘এটি একটি সুন্দর টুর্নামেন্ট। এখানে থাকতে পারাটা এবং খেলার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। এর আগে অন্য দলের সঙ্গে এখানে খেলেছি, কিন্তু সেটা একেবারেই ভিন্ন মানসিক অবস্থায় খেলেছিলাম। তারপরও আমার মধ্যে উদ্দীপনা ও আশা অটুট রয়েছে। পাশাপাশি সামনে রয়েছে সেরাদের সঙ্গে লড়াই করার সুযোগ। ভালো খেলার আশা করছি।’

এ সময় এবারের টুর্নামেন্টটির গুরুত্ব নিয়েও আলোচনা করেন আর্জেন্টাইন মহাতারকা। এই প্রতিযোগিতা নিয়ে মেসির ভাষ্য, ‘দক্ষিণ আমেরিকার দলগুলো ও বিশ্বের বিভিন্ন ক্লাবের জন্য এটা একটা দারুণ সুযোগ। কারণ, তারা ইউরোপের বড় বড় ক্লাবের মুখোমুখি হতে পারবে আর এই বড় ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়েরা। খেলোয়াড় ও সমর্থক উভয়কে ঘিরে এটি হতে যাচ্ছে বিশেষ এক অভিজ্ঞতা।’


সর্বশেষ সংবাদ