‘তুমি অনেক কথা বলো’—রদ্রিগেজকে মেসি; নেপথ্যে যে ঘটনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১১:২৭ AM
ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ার পর শেষদিকে থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে ভিন্ন কারণে আলোচনায় ম্যাচটি।
এদিন ম্যাচের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুই দলের তারকা লিওনেল মেসি ও জেমস রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজ যখন কলম্বিয়ার কেভিন কাস্তানোকে ভয়ঙ্কর ট্যাকল করেন, তখন মাঠেই চিকিৎসা নিচ্ছিলেন কাস্তানো। এ ঘটনায় লাল কার্ড দেখে এনজো মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেই সময়ই মুখ চেপে তর্কে ছড়িয়েছিলেন মেসি ও জেমস।
মুখে হাত চেপে কথা বললেও, দক্ষিণ আমেরিকায় ম্যাচ সম্প্রচারকারী টিওয়াইসি স্পোর্টসের দাবি, জেমসকে মেসি বলেছিলেন, ‘তোমরা বলেছিলে আমাদের ফাইনালে সাহায্য করা হয়েছিল। তুমি অনেক কথা বলো।’ জবাবে জেমস বলেন, ‘কেন? আমি তো কিছু বলিনি।’
মূলত সবশেষ কোপা আমেরিকার ফাইনাল থেকে ঘটনার সূত্রপাত। যেখানে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অবশ্য বিষয়টি এখনও মেনে নিতে পারেননি কলম্বিয়ান অধিনায়ক রদ্রিগেজ। ওই ম্যাচের পর বেশ কিছু বিতর্কিত মন্তব্যও করেছিলেন তিনি। আর্জেন্টিনাকে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের বাড়তি সুবিধা দেওয়ার মত অভিযোগও এনেছিলেন রদ্রিগেজ।
স্থানীয় একটি টক শোতে তিনি বলেছিলেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু শিরোপা জিততে পারিনি। কারণ, কিছু বাইরের বিষয় আমাদের বিপক্ষে গেছে। রেফারি স্পষ্টভাবেই আর্জেন্টিনাকে পক্ষপাত দিয়েছে, আমাদের প্রাপ্য পেনাল্টি দেয়নি।’
প্রায় এক বছর আগের সেই ঘটনার সূত্র ধরেই আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি ও রদ্রিগেজের মধ্যে উতপ্ত বাক্য বিনিময় হয়। তবে ম্যাচ শেষে গণমাধ্যমে এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। শুধু বলেছেন, ‘যা মাঠে ঘটে, তা সেখানেই থেকে যায়।’
অবশ্য ম্যাচ শেষে রেফারি হুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের দিকেও ক্ষোভ ঝাড়েন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। মাঠ ছাড়ার সময় মেসিকে বলতে শোনা যায়, ‘তুমি এটা ঘটিয়েছো! সবকিছুর শুরু তোমার সিদ্ধান্ত থেকেই! তুমি দায়ী!’
উল্লেখ্য, এ ড্রয়ের পরও ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে ইকুয়েডর ও ব্রাজিল; দু'দলেরই পয়েন্ট সমান ২৫।