১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৬ PM

চীনের একটি বিল্ডিংয়ের ১১ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশনস (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এ ছাড়া জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচে খেলেছেন। করেছেন ৮টি গোল।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে চীনের ক্লাব ফুটবলে যোগ দিয়েছিলেন তিনি। মৃত্যুর আগপর্যন্ত চাইনিজ ক্লাব জিজিয়াং এফসির হয়ে খেলছিলেন।
স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বুপেন্দজা। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন এই ফরোয়ার্ড। তুর্কি লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তরুণ এই ফুটবলার।
এদিকে তরুণ এই ফুটবলারের এমন রহস্যজনক মৃত্যুকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র বরাতে গোলডটকম জানিয়েছে, ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাই–ও ছিল। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় বুপেন্দজার ভাইকে পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে।
অন্যদিকে বুপেন্দজার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শোক জানিয়েছেন, গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)।
ফেগাফুটের বিবৃতিতে বলা হয়েছে, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’