নির্বাচন কমিশন © সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে ৭ জনের আবেদন না-মঞ্জুর তথা বাতিল ও ৬টি অপেক্ষমান রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. ফখরুল আলম শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (৭ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা স্বতন্ত্র ও আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের একটি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রার্থীতা ফিরে পাওয়া ও বাতিলের তালিকা দেখতে ক্লিক করুণ তালিকা নির্বাচন