প্রথমার্ধে সুযোগের পর সুযোগ নষ্ট বাংলাদেশের

বাংলাদেশ-ভারত ম্যাচ
বাংলাদেশ-ভারত ম্যাচ   © সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একাধিক সুযোগ পেয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি রাকিব-শাহরিয়ার ইমন-মজিবর রহমান জনিরা। শিলংয়ের মাঠে ভারতও বাংলাদেশ শিবিরের দুর্বলতার ফায়দা লুফে নিতে পারেনি। এতে গোলশূন্য সমতা নিয়েই ড্রেসিংরুমে গিয়েছে দুই দল।

মঙ্গলবার (২৫ মার্চ) জহওরলাল নেহেরু স্টেডিয়ামে অধিকাংশ সময়জুড়েই আধিপত্য দেখিয়েছে লাল-সবুজেরা। এদিন ম্যাচের ১৫ সেকেন্ডেই কিক অফের পরই চমৎকার সুযোগ হারায় বাংলাদেশ। এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মজিবর রহমান জনি।

ম্যাচের ১২তম মিনিটে ফের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও বাংলাদেশকে চমৎকার সুযোগ ছুঁড়ে দিয়েছিলেন ভারতীয় গোলরক্ষক। তবে ফাঁকাপোস্টে বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ হৃদয়। তার দুর্বল শট সহজেই ক্লিয়ার করেন শুভাশিষ।

৬ মিনিট পর মোরসালিনের ক্রসে ইমন আরেকটু পরিকল্পনা করে মাথা ছোঁয়াতে পারলে উল্লাসে মাততে পারতো লাল-সবুজের সমর্থকরা। তবে এবারও ব্যর্থ বাংলাদেশ। 

২০তম মিনিটে আয়ুশকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জনি। তখনই আরো এক বড় ধাক্কা খায় বাংলাদেশ। বাংলাদেশের ইমনের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তপু বর্মণ।

ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম শট নেয় ভারত। জায়গায় দাঁড়িয়েই লিস্টন কোলাসোর সেই শট তালুবন্দী করেন মিতুল মারমা। 

ম্যাচের ৪১তম মিনিট ফের হতাশ করেন জনি। শুভাশিষ ও সন্দেশকে পেছনে ফেলে ডি-বক্সের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে একা ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এই মিডফিল্ডার। শেষমেশ গোলশূন্য সমতাতেই শেষ হয় হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence