রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি

১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ PM
রেডমি নোট ১৫ সিরিজ

রেডমি নোট ১৫ সিরিজ © সংগৃহীত

রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ সিরিজটিকে করে তুলেছে অনন্য। আজ হতে শাওমির সব অফিশিয়াল স্টোর থেকে বহুল প্রতিক্ষিত রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোন কিনতে পারবেন দেশের টেকপ্রেমীরা।

রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

রেডমি নোট ১৫ সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ব্যাটারি নিশ্চিত করবে টাইটান ডিউরাবিলিটির রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটি। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি। ফলে পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা না নিয়ে নির্ঝঞ্ঝাট থাকতে চান যারা, তাঁদের জন্য সুখবর নিয়ে এলো রেডমি নোট ১৫ প্রো প্লাস মডেলটি।  

৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের কোয়াড কার্ভড আল্ট্রা লার্জ ডিসপ্লের এ স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, যা দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সার্বিক পারফরম্যান্স ও দক্ষতা নিশ্চিত করতে শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস- এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন। শক্তিশালী এই প্রসেসর গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও এফিশিয়েন্ট করে তুলবে।

এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে আইপি ৬৯ রেটিং, যা ধুলাবালি, কুয়াশা ও বৃষ্টি থেকে নিশ্চিত সুরক্ষা তো দিবেই, সেইসাথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পানিতে পড়ে গেলেও দেবে সুরক্ষা। নিরাপত্তার জন্য এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস লক রয়েছে।

রেডমি নোট ১৫ প্রো প্লাস কে টাইটান ডিউরেবিলিটি দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে উন্নত ব্যাটারি পারফরম্যান্স, শক্তিশালী ড্রপ রেজিস্ট্যান্স এবং সম্পূর্ণ ধুলো ও পানির প্রতিরোধ ক্ষমতা একত্রে একটি সমন্বিত ডিজাইনে যুক্ত করা হয়েছে, যা কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আত্মবিশ্বাস জোগাবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা রেডমি নোট সিরিজের ওপর বিপুল প্রত্যাশা মাথায় রেখেই দেশে রেডমি নোট ১৫ সিরিজ এনেছি আমরা। সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা’।

১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। এছাড়া ৬ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের অ্যামোলেড সানলাইট ডিসপ্লে স্মার্টফোন দুটিকে দিয়েছে অভিজাত লুক।

রেডমি নোট ১৫ ফাইভজি-তে রয়েছে ৫৫২০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, অন্যদিকে রেডমি নোট ১৫ এ-আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার দুটি স্মার্টফোনই অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায়, তাই দীর্ঘসময় ফোনের ওপর নির্ভরশীল ব্যক্তিরা থাকতে পারেন নিশ্চিন্ত।

প্রসেসর হিসেবে রেডমি নোট ১৫ ফাইভজির স্ন্যাপড্রাগন ৬ এর তৃতীয় জেনারেশনের প্রসেসর এবং রেডমি নোট ১৫ ফোরজির মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা নিশ্চিত করবে স্মুথ ও এফিশিয়েন্ট পারফরম্যান্স। এছাড়া আইপি রেটিং ৬৫ ও ৬৪ যথাক্রমে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজিকে দেবে পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা। 

সার্বিকভাবে শক্তিশালী ব্যাটারি লাইফ, দুর্দান্ত ক্যামেরা, স্মুথ পারফরম্যান্স ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির কারণে নোট সিরিজের সব স্মার্টফোনের মধ্যে নজর কাড়বে রেডমি ১৫ সিরিজের স্মার্টফোন।

মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার-ব্লু, মিষ্ট পার্পল ও পার্পল - এই পাঁচটি আকর্ষণীয় রঙের রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলো ওজনে হালকা ও স্লিম হওয়ায় দেখতে যেমন স্টাইলিশ, হ্যান্ডফিলের ক্ষেত্রেও গ্রাহকদের দেবে প্রিমিয়াম অনুভূতি।

১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‍্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির মূল্য ৬২,৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) মূল্য ৩৬,৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ২৬,৯৯৯ ও ২৯,৯৯৯ টাকা।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9