হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে © সংগৃহীত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মেন্টরস’ স্টাডি অ্যাব্রড প্রেজেন্টস হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব–এর গ্র্যান্ড ফিনালে। শনিবার (১৭ জানুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে মাসব্যাপী এই সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফিনালে পর্বে চূড়ান্তভাবে নির্বাচিত নয়টি দল তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা বিচারকমণ্ডলী ও অতিথিদের সামনে উপস্থাপন করে। অংশগ্রহণকারী দলগুলো হলো— টিম গ্রেভো, টিম টাইলাস, টিম ইনডালো, টিম কোয়াড্রোফেনিয়া, টিম ইকো রিভলট, টিম সালভাডর, টিম পি-চেক, টিম বিটোনিক এবং টিম শী ওয়ারিয়র্স।
মোট ১ লাখ ৩০ হাজার টাকার পুরস্কারমূল্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল টেকসই উন্নয়নভিত্তিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও উদ্যোক্তাভিত্তিক সমাধান খুঁজে বের করা এবং তরুণদের সামাজিক উদ্যোগে উৎসাহিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) এক্সিকিউটিভ ডিরেক্টর টি. আই. এম. নুরুল কবির। তিনি তার বক্তব্যে তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, বিনিয়োগের প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সামাজিক উদ্যোগ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর ড. এ. এফ. ওয়াজির আহমদ এবং হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের উপদেষ্টা ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাষক ইখতিয়ার আহমেদ জিসান।
চূড়ান্ত প্রতিযোগিতা শেষে টিম টাইলাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পায় ৬০ হাজার টাকা পুরস্কার। টিম ইনডালো প্রথম রানার-আপ হয়ে জিতে নেয় ৪০ হাজার টাকা এবং টিম গ্রেভো দ্বিতীয় রানার-আপ হিসেবে অর্জন করে ৩০ হাজার টাকা। বিচারকমণ্ডলীর মতে, বিজয়ী দলগুলো তাদের উদ্ভাবনী চিন্তা, সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরির সক্ষমতা প্রদর্শন করেছে।
এই সফল আয়োজন বাস্তবায়নে বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুড পার্টনার হিসেবে ছিল ক্রেভ কিচেন, স্ন্যাকস পার্টনার করিয়োরি, হসপিটালিটি পার্টনার দ্য ক্লেইস বিডি এবং রিফ্রেশমেন্ট পার্টনার এমা কফি ও মুখে নাও। আরও ছিল কাজি অ্যান্ড কাজি টি, ফুয়েল হাইড্রেশন পাউডার, আকিজ ড্রিংকিং ওয়াটার ও ক্লেমন।
আয়োজনটি পাওয়ার্ড বাই ছিল রাস্টিক ইটারি, ফ্রেশ অনন্যা এবং গোল্ড কিনেন ইন অ্যাসোসিয়েশন ইউথ সোয়ান গ্রুপ। ফ্যাশন, মার্চেন্ডাইজ, গিফট, ডেজার্ট, ফটোগ্রাফি ও অন্যান্য সাপোর্টিং পার্টনাররাও আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলা টেলিগ্রাফ, যমুনা টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলা ট্রিবিউন, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন প্রিন্ট, ডিজিটাল ও অনলাইন গণমাধ্যম।
মেন্টরস’ স্টাডি অ্যাব্রড প্রেজেন্টস হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব–এর এই গ্র্যান্ড ফিনালে তরুণদের উদ্ভাবনী ও উদ্দেশ্যনির্ভর উদ্যোক্তার এক শক্তিশালী উদাহরণ হয়ে উঠেছে, যেখানে ধারণা রূপ নিয়েছে বাস্তবতায় এবং নতুন প্রজন্মের চেঞ্জমেকাররা এগিয়ে গেছে বৈশ্বিক প্রভাব তৈরির পথে।