অর্থনীতিতে ইউএলজি রাও স্মৃতি পুরস্কার পেলেন আশরাফ এস খান

এমডি আশরাফ এস. খান
এমডি আশরাফ এস. খান  © সংগৃহীত

অর্থনীতিতে ইউ.এল.জি. রাও স্মৃতি পুরস্কার ২০২৪-২৫-এর বিজয়ী হয়েছেন এমডি আশরাফ এস. খান, যার গবেষণা বাংলাদেশের গ্রামীণ নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের প্রেক্ষিতে একটি গভীর ও সময়োপযোগী আলোচনার দ্বার খুলে দিয়েছে।

প্রতিবছর সেরা এমএ অথবা এমডিই থিসিসের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। আশরাফের থিসিসের শিরোনাম ছিল “Media Reporting of Sexual Violence and Female Labor Force Participation Decision in Rural Bangladesh”, যা তত্ত্বাবধান করেছেন অধ্যাপক ড্যান রোজেনব্লুম। গবেষণাটি তুলে ধরে কীভাবে গণমাধ্যমে যৌন সহিংসতার প্রতিবেদন নারীদের কর্মজীবনে প্রবেশের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

জানা গেছে, আশরাফ রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি একই স্কুল থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস ও ফাইনান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

তার শিক্ষাজীবনের এই ধাপেই অর্থনীতি বিষয়ে তার গভীর আগ্রহ ও সমাজবিজ্ঞানভিত্তিক বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। স্নাতক ডিগ্রির পর আশরাফ পাড়ি জমান কানাডায় এবং ভর্তি হন ডালহাউসি ইউনিভার্সিটিতে। সেখানে তিনি ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স সম্পন্ন করেন।

আরও পড়ুন: কাল রাজধানীতে তীব্র যানজটের শঙ্কা, এড়িয়ে চলবেন যেসব সড়ক

ডালহাউসি ইউনিভার্সিটিতে অধ্যয়নকালেই তিনি থিসিস গবেষণা শুরু করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জটিল সামাজিক ইস্যু—‘যৌন সহিংসতা এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ’ নিয়ে কাজ করেন। গণমাধ্যম কীভাবে এই সহিংসতা উপস্থাপন করে এবং তা নারীদের শ্রমবাজারে প্রবেশের মানসিক ও সামাজিক সিদ্ধান্তকে প্রভাবিত করে সেই বিষয়ে তার গবেষণা প্রকাশিত হয়। এটি অর্থনৈতিক নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!