সিদ্ধান্ত বদল, রাত ৮টায় শুরু হচ্ছে কনসার্ট

০৯ জুন ২০২২, ০৬:৫০ PM
রাত ৮টায় শুরু হচ্ছে কোক স্টুডিওর কনসার্ট

রাত ৮টায় শুরু হচ্ছে কোক স্টুডিওর কনসার্ট © ফাইল ছবি

আর্মি স্টেডিয়ামের কোক স্টুডিও বাংলার কনসার্টটি আজ বৃহস্পতিবার (০৯ জুন) রাত ৮টায় শুরু হচ্ছে। যদিও এর আগে কনসার্টটি স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল। তবে এখন সে সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইম সোহাগ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় করার নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আয়োজকরা চাইছেন বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে। সে জন্যই কনসার্ট স্থগিত করেও নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

এছাড়া কোক স্টুডিও পক্ষ থেকেও রাত ৮টায় কনসার্ট শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোক স্টুডিও জানিয়েছে, ‘‘যদি বৃষ্টি আমাদেরকে আর বাধা না দেয়, তাহলে আমরা রাত ৮টায় কনসার্টটি শুরু করছি।’’

এর আগে এদিন বিকাল ৫টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, আর্মি স্টেডিয়ামের কোক স্টুডিও বাংলা কনসার্টটি স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে। তবে ঘণ্টা যেতে না যেতেই তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক কমিটি।

এদিন (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিল বৃষ্টি।

আলোচিত এই কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীর। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬