বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কড় কি বিনোদনজগৎ থেকে হঠাৎ অবসর নিচ্ছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকার এক রহস্যময় ঘোষণায় এখন তেমনই ইঙ্গিত পাচ্ছেন তার অগুনতি অনুরাগী। নেহা কেবল অবসরের আভাসই দেননি, সেই সঙ্গে সবার উদ্দেশ্যে বিশেষ একটি অনুরোধও করেছেন।
সম্প্রতি তাঁর ও ভাই টনি কক্কড়ের গান ‘ললিপপ’ মুক্তি পাওয়ার পর অশালীনতার অভিযোগে ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। অনেকের ধারণা, সেই তিক্ততা থেকেই কি তবে বিনোদনজগৎ থেকে দূরে সরে যাওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি?
নেহা জানিয়েছেন, তিনি কেবল কাজ থেকে নয়, বরং দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্ক থেকেও বিরতি নিচ্ছেন। তবে এই বিরতি কাটিয়ে তিনি কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না, তা নিয়ে খোদ গায়িকাই ধোঁয়াশার মধ্যে রয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন বার্তায় নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা আসছে তার সব কিছু থেকে এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।’ তার এমন পোস্টের পর নেহার ব্যক্তিগত জীবনে কোনো বড় সমস্যা চলছে কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে।
মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত নেহা এই সময়ে মিডিয়ার ক্যামেরা থেকেও দূরে থাকতে চেয়েছেন। আলোকচিত্রীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই দুনিয়ায় স্বাধীন ভাবে বাঁচতে দেবেন।’
নিজের বার্তার শেষে হাতজোড় করার একটি ‘ইমোজি’ যোগ করে নেহা আরও লিখেছেন, ‘আমার শান্তির জন্য এটুকু অন্তত আপনারা করতে পারেন।’ তার এমন আকস্মিক ও রহস্যময় ঘোষণায় বলিপাড়ায় এখন জোর গুঞ্জন চলছে।