আশরাফ হাকিমি ও নোরা ফাতেহি © টিডিসি ফটো
কিছু দিন আগেই মরক্কো ভ্রমণে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেখানে আফ্রিকান কাপ অফ নেশনস ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে দেখা গেছে এই তারকাকে। এরপর থেকেই ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা আশরাফ হাকিমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে। চাউর হয়েছে যে, মরক্কোর এই ফুটবল তারকার সঙ্গেই বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন নোরা!
মাঠে আশরাফের খেলা চলাকালীন নোরার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটবল তারকা যখন মাঠ মাতাচ্ছিলেন, তখন গ্যালারিতে নোরার বাঁধভাঙা উচ্ছ্বাস ও উৎসাহ নজর কেড়েছে ভক্তদের। নেটিজেনদের অনুমান, আশরাফের সঙ্গে সম্পর্কের টানেই বারবার মরক্কো ছুটে যাচ্ছেন অভিনেত্রী। এর আগে ২০০ কোটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার নাম জড়িয়েছিল। এবার নোরার আলোচিত এই ফুটবলার প্রেমিকের নামেও নাকি ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
২৮ বছর বয়সী আশরাফ হাকিমি ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবউকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি দুই সন্তানের জনক। তবে ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, এক নারী আশরাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কারণেই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। যদিও এই ফুটবল তারকা বরাবরই দাবি করেছেন যে, এটি তাঁর সম্মানহানি করার একটি অপচেষ্টা মাত্র। তাঁর মতে, এসবই টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি। হাকিমি বলেন, 'আমার মনে হয়, ফুটবলজগতে এ ভাবে অনেক মানুষের সুযোগ নেওয়া হয়।’